
অত্র বিদ্যালয়ের কারিগরি শাখার সহকারী শিক্ষক (বিজ্ঞান) জনাব মোঃ সুমন হোসেন জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্যাপন ২০২৪ উপজেলা পর্যায়ে (ডুমুরিয়া উপজেলা, খুলনা) শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য জনাব মোঃ সুমন হোসেনের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে বিজ্ঞান মেলা, উন্নয়ন মেলা, জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্যাপন প্রকল্প উপস্থাপনে সাফল্য অর্জন করেছে।

শিক্ষকতার পাশাপাশি জনাব মোঃ সুমন হোসেন লেখালেখির সাথে যুক্ত আছেন। তার লেখা কবিতা বিভিন্ন সময়ে একাধিক জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। তার একাধিক যৌথ কাব্যগ্রন্থ প্রাকাশিত হয়েছে। এছাড়া তিনি একজন আবৃতিকাও।
তার এই অনন্য অর্জনে বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন !