বিশ্ব শিক্ষক দিবস ২০২১

সম্মাননা স্মারক গ্রহণ করছেন জনাব সৌমিত্র বিশ্বাস, কম্পিউটার ডেমোনেস্ট্রেটর, ডুমুরিয়া এনজিসি এ্যান্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়

গতকাল (৫ অক্টোবর, ২০২১খ্রি.) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে “স্বাধীনতা শিক্ষক পরিষদ” খুলনা জেলা ও মহানগরের উদ্যোগে খুলনা সিটি কর্পোরেশনের ‘শহীদ আলতাফ’ মিলনায়তনে এক মতবিনিময় সভা ও বিশ্ব শিক্ষক দিবস উদ্‌যাপন- অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিল মাননীয় মেয়র, আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। সভাপতিত্ব করেন স্বাশিপ এর খুলনা মহানগরের সভাপতি, অধ্যক্ষ মোঃ শহিদুল হক মিন্টু। স্বাসশিপ এর কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, খুলনা বিভাগীয় সমন্বয়ক, শিক্ষক নেতা মোঃ দেলোয়ার হোসেন প্রধান বক্তা হিসাবে শিক্ষকদের উন্নয়নে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

আরো বক্তব্য রাখেন স্বাশিপ নেতা অজয় কুমার চক্রবর্তী, এডিএম আরীফ বিল্লাহ, মোঃ মনিরুজ্জামান, মিতা বাগচী, শেখ জাহিদুজ্জামান, তাপস কুমার প্রমুখ।শিক্ষকদের অবদানকে স্মরণীয় করে রাখা এবং “তরুণ শিক্ষক পেশার ভবিষ্যৎ ” এই প্রতিপাদ্যকে লক্ষ রেখে খুলনা জেলা ও মহানগরে a2i কর্তৃক নির্বাচিত ০৭ জন কৃতি অ্যাম্বাসেডর “দেশ সেরা কন্টেন্ট নির্মাতার যোগ্যতা অর্জন করায় তাদেরকে ‘বিশ্ব শিক্ষক দিবসের’ বিশেষ সম্মাননা ক্রেষ্ট এবং করোনায় মৃত্যু বরণকারী সদস্যদের পরিবারের হাতে নগদ অর্থ সাহায্য হিসেবে তুলে দেন প্রধান অতিথি। সুখেদুঃখে সব সময় শিক্ষক সমাজের পাশে থেকে খুলনা বিভাগের শিক্ষক সমাজকে এগিয়ে নেয়ার জন্য কৃতি অ্যাম্বাসেডরদের সৌজন্যে বিভাগীয় শ্রেষ্ঠ সংগঠক-শিক্ষক বন্ধু হিসেবে স্বাশিপ, খুলনা বিভাগীয় সমন্বয়ক মোঃ দেলোয়ার হোসেনের হাতে বিশ্ব শিক্ষক দিবসের সম্মাননা ক্রেষ্ট তুলে দেন মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।প্রধান অতিথি তার বক্তব্যে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে মুজিব বর্ষেই মাধ্যমিক স্তরের শিক্ষাকে জাতীয়করণ করে পর্যায়ক্রমে উচ্চ শিক্ষা সহ সামগ্রিক শিক্ষা ব্যাবস্থা জাতীয়করণের জন্য জাতিরজনকের সুযোগ্য কন্যা, বিশ্বের দ্বিতীয় শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী বাঙ্গালী জাতির অহংকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেন।সবশেষে করোনায় মৃত্যু বরণকারীদের মাগফেরাত কামনা, এবং দেশের সার্বিক বিষয়ে নিয়ে দোয়া পরিচালনা করেন মাওলানা মুহা: আব্দুর রহীম।

2 thoughts on “বিশ্ব শিক্ষক দিবস ২০২১

  1. Tyrone Munoz says:

    Its like you read my mind! You appear to know so much about this, like you wrote the book in it or something. I think that you can do with a few pics to drive the message home a little bit, but other than that, this is fantastic blog. A great read. I’ll certainly be back.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *